শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা জনাব পলাশ রঞ্জন দে মহোদয়ের নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুদ্দোহা পিপিএম, এসআই/শিপু কুমার দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ আ/এ (নোয়াগাঁও) আব্দুল মুকিত @ দলা মিয়ার কলোনীতে জুয়াখেলারত অবস্থায় জুয়াড়ি ১। মোঃ জয়নাল আবেদিন (২৭), পিতা-আব্দুল মতলিব, ২। লিটন আহমদ (৩৫), পিতা-আজিম আহমদ, ৩। সুমন মিয়া (৪০), পিতা-মৃত ওমর আলী, সর্বসাং-কুচাই পশ্চিমভাগ আ/এ, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটদের (ক) বিভিন্ন জাতের ৫২টি তাস, সর্বমোট= ৩১১০/-(তিন হাজার একশত দশ টাকা) সহ গ্রেফতার করা হয়।
বর্ণিত জুয়াড়িগণ বিশ্বব্যাপি চলমান মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের ভয়াবহতা তোয়াক্কা না করে জুয়া খেলার জন্য সমবেত হয়েছিলো। তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত “লকডাউন” উপেক্ষা করে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে জুয়া খেলায় মগ্ন ছিল। উক্ত বিষয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।