মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে আটজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নদীতীরবর্তী এলাকা থেকে ১৯ কেজি ইলিশ জব্দও করা হয়। সোমবার সকালে দৌলতপুর উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ জানান, রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার যমুনা নদীর তীরবর্তী চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৯ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ১৯ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা রনি সাহা ও থানা পুলিশ সহযোগিতা করেন।