আলী রেজা রাজু, যশোর জেলা প্রতিনিধি : যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আ্শরাফ হোসেন পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে, পুলিশ পরিদর্শক(নিঃ)/ জনাব সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, (ডিবি), যশোর এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ মোঃ আমিনুল ইসলাম, পিপিএম, ও জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯/১০/২০২০খ্রিঃ রাত ০৩.৩০ ঘটিকার সময় ঝিকরগাছা থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে নাভারন কলোনী মোড়স্থ থেকে গ্রেফতারকৃত আসামী মোঃ বাবুল হোসেন(৪২), পিতা-মৃতঃ খলিলুর রহমান, সাং-উত্তর দেউলী, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর কে তার লিজ নেওয়া ফ্যাক্টরি হতে ভেজাল শিশু খাদ্য ও শিশু খাদ্য তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামালঃ
১। ২৩ (তেইশ) প্যাকেট HI SPEED যা পলিথিনের তৈরি মোড়কে, প্রতি পাকেটে ২৪ (চব্বিশ) পিচ করে মোট ৫৫২ (পাঁচশত বায়ান্ন) পিচ আছে।
২। ৫২ (বায়ান্ন) প্যাকেটে ROBOT Drinks যা পলিথিনের তৈরি মোড়কে প্রতি প্যাকেটে ২৪ (চব্বিশ) পিচ করে মোট ১২৪৮ (একহাজার দুইশত আটচল্লিশ) পিচ।
৩। ০১ (এক) টি সাদা প্লাষ্টিকের বোতলে ১৫০ গ্রাম লিচুর ফ্লেবার, ০১ (এক) টি সাদা প্লাস্টিকের বোতলে ৫০ গ্রাম আমের ফ্লেবার, ০১ (এক) টি সাদা প্লাস্টিকের কৌটার মধ্যে ৫০০ গ্রাম জাফরং এবং পলিথিনে ৫০০ গ্রাম ঘন চিনি।
৪। একটি ROBOT রোল,
৫। ০১ (এক) টি প্যাকেজিং মেশিন, মেশিন গায়ে AUTOMATIC FILL, SEAL, MACHINE লেখা আছে, ০১ টি সেলার মেশিন।
এই সংক্রান্তে ঝিকরগাছা থানায় একটি মামলা রুজু হয়েছে।