আলীরেজা রাজু, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের বাগআঁচড়ায় ৩ কেজি গাঁজাসহ মিলন হোসেন (২৮) ও সোহাগ হোসেন (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ।
বুধবার সন্ধার সময় বাগআঁচড়া মাকলার বিল এলাকা থেকে এ গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটক মিলন হোসেন বেনাপোল ঘিবা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সোহাগ হোসেন একই গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক উত্তম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া মাকলার বিল এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাজা সহ তাদেরকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।