নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর এলাকা থেকে মস্তক। বিমানবন্দর এলাকার ইর্শ্বাল কলোনী মাঠের পাশের একটি ঝোপ থেকে গলা থেকে নাভি ও দক্ষিণখানের বটতলা এলাকা থেকে কোমর থেকে পায়ের অংশ। মঙ্গলবার (১৬ জুন) বিকালে দক্ষিণখানে নিখোঁজ হেলাল উদ্দিন নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহের তিন খণ্ড তিন জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ।
হেলালের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার দইহাড়ি গ্রামে। মাদ্রাসায় পড়াশুনার পাশাপাশি তিনি দক্ষিণখানের আজমপুরে মোবাইল ফোন রিচার্জের ব্যবসা করতেন। কোরানে হাফেজ হেলাল গত রবিবার (১৪ জুন) রাত থেকে নিখোঁজ হন।
দক্ষিণখান থানায় নিহতের বড় ভাই হুজায়ফা হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। হত্যাকারীদের শনাক্তে ছায়া তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। তাদের ধারণা সে-ই মূল হত্যাকারী। তবে তার সঙ্গে পরিকল্পনা ও বাস্তবায়নে আরও অনেকে ছিল বলে ধারণা পুলিশের। তবে এখনো পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ধারনা করছে, ব্যক্তিগত বিরোধের জেরে হেলালকে হত্যা করা হতে পারে।