রংপুর জেলা প্রতিনিধিঃ আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫দিন ব্যপী টাউন হলে অনুষ্ঠিত হচ্ছে যাত্রাপালা। “যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন” এই স্লোগান কে সামনে রেখেই ১৯ মার্চ থেকে রংপুরে যাত্রাপালা উৎসব শুরু হবে । যাত্রাপালা উৎসবে দেবী সুলতানা, জীবন নদীর তীরে, অনুসন্ধান, জেল থেকে বলছি, নাট্যপালা রতন চন্দ্রিকা মঞ্চায়ন হবে।
আরও পড়ুন :সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর দাফন সম্পন্ন
স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বাংলাদেশ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে যাত্রা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ যাত্রা ফেডারেশন রংপুর জেলা শাখা। প্রতিদিন টাউনহল মঞ্চে সন্ধ্যা ৭ টায় মঞ্চায়ন হবে এই যাত্রাপালা।
রিপোর্ট: সোলেমান হোসেন শ্রাবণ,রংপুর।