সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়ির বাসিন্দা মাহমুদ উস সামাদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় সিলেটের ফেঞ্চুগঞ্জের কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফেঞ্চুগঞ্জের নুরপুরে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে মাহমুদ উস সামাদ চৌধুরী’র মরদেহ ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাঠে অবতরণ করলে অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম মাহফুজুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা মরদেহ গ্রহণ করেন।
সেখান লাশবাহী গাড়িযোগে মরহুমের লাশ তার নিজ বাড়ি পৌছালে পরিবারের সদস্য ও নেতা- কর্মীদের মাঝে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়।
মাহমুদ উস সামাদ চৌধুরী’র মরদেহ শেষ বারের মত এক নজর দেখতে বাড়ি ও জানাযাস্থলে সর্বস্তরের মানুষের ঢল নামে।
রিপোর্ট:মো: শাহীন আহমদ,সিলেট।
আরও পড়ুন: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক ব্যবসায়ি গ্রেফতার