আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে অবৈধ কারেন্ট জাল ফেলে মাছ ধরার সময় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫২হাজার মিটার কারেন্ট ও ভাডাই জাল জব্দ এবং তিন জেলের ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সীমা শারমিন ভ্রম্যমান অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির রক্তদহ বিলে জেলেরা আইন অমান্য করে মৎস্য শিকার করছিল। এসম গোপন সংবাদের ভিক্তিতে মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে গতকাল শনিবার ভোর ৫ টা থেকে ৯টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালান। অভিযানে অবৈধ ভাবে জাল ফেলে মাছ শিকার করার অপরাধে আদমদীঘি উপজেলার ছাতনী গ্রামের জেলে আব্দুল কুদ্দুস, আতোয়ার রহমান ও মোস্তফার ৬ হাজার টাকা জরিমানা এবং তাদের নিকট থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ হাজার মিটার ভাডাই জাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা জাল অগ্নিসংযোগে ধ্বংস করেন।