1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

রাঙামাটিতে অতীতের মতো সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ডিসি

  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদক: জেলাপ্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কর্ম দিবসেই রাঙামাটির গণমাধ্যমকর্মীদের পরিচয় ও মতবিনিময় করেছেন রাঙামাটির নতুন জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রোববার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্ব শেষে মতবিনিময় করেন নবাগত জেলাপ্রশাসক।

এসময় জেলাপ্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ এবং জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুহাম্মদ ইনামুল হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলাপ্রশাসক বলেন, ‘আমার সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বসুলভ। আমি তিন জায়গায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনাদের সহকর্মীদের কাছ থেকে আমার বিষয়ে জানতে পারবেন। কাজের ক্ষেত্রে আপনারা জেলাপ্রশাসনকে অতীতের মতো সহযোগিতা করবেন; এই প্রত্যাশা করছি। জেলা প্রশাসন সম্পর্কিত যে কোনো বিষয়ে আমি এবং এডিসিদের সঙ্গে যোগাযোগ রাখবেন।’

জেলাপ্রশাসক আরও বলেন, সাংবাদিকরা অনেক অনুসন্ধানি সংবাদ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন, ঝুঁকি জেনেও তবুও সাংবাদিকরা সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা দেশের দর্পণ বলেও মন্তব্য করেছেন তিনি। নবাগত ,সিনিয়ার জুনিয়ার প্রিণ্ট ও ইলেট্রিক মিডিয়ার একাধিক সংগঠনের সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস। এসময় দুই সাংবাদিক নেতার একজন জেলার কল্যাণে জেলাপ্রশাসকের সহযোগিতা কামনা ও আরেকজন কাপ্তাই হ্রদে অবৈধ বেদখল রোধ ও শহরের ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার আহ্বান জানিয়েছেন।

এর আগে, সকাল ১১টায় রাঙামাটির বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত জেলাপ্রশাসক। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার পরেও জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..