রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে এই প্রথম বিজয়া পুর্ণমিলনী-২০২২ উদযাপন করেছে সমন্বয় পরিষদ। রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে সকাল সাড়ে ১০ ঘটিকায় বিজয়া পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সমন্বয়কারী অমলেন্দু হাওলাদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি,
দুর্গা পুজা উদাযাপন পরিষদের সদস্য সচিব রণতোষ মল্লিকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলাপরিষদের চেয়ারম্যান অংশু প্রু চৌধুরী,জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ ও পৌরসভার সভার মেয়র আকবর হোসেন চৌধুরী ।
রাঙামাটি ১০ টি উপজেলার দুর্গাপুজার কমিটি, বিভিন্ন মঠ-মন্দির সভাপতি –সাধারণ সম্পাদক উপদেষ্টা ও সমন্বয় পরিষদের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।