নিজস্ব প্রতিনিধি: রাঙামাটিতে কলেজছাত্রী বিয়ে করতে অস্বীকার করায় বিষপানে আত্ত্বহত্যার চেষ্টা । কলেজছাত্রীর নাম জেরিন আকতার ববি(১৮)পিতা: আবু সাঈদ মাতা:কাজল রেখা সাং রাঙামাটি সরকারি মহিলা কলেজ ।২১ মার্চ সোমবার বিকালে বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে কলেজছাত্রী বিষপান করলে প্রত্যক্ষদর্শীরা হাসপাতালে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানায়, জেলা পরিষদের ষ্টাফ রোকন বিষয়টি দেখামাত্র অনেকক্ষন ওয়াস করে সদর হাসপাতালে পাটিয়ে দেয়,এবং রাঙামাটি হাসপাতালে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে । বর্তমানে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন আছে । তার ব্যাগ থেকে প্রেস ক্লাবে জনৈক সদস্যকে শাহলমকে দায়ী পাচপৃষ্টা লেখা চিটি ও বিষের বোতল উদ্ধার করা হয়।
কলেজছাত্রীকে জানায়, প্রেস ক্লাবে জনৈক সদস্য সাংবাদিক শাহলম দীর্ঘদিন বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করায় এই পথ বেচে নিয়েছি । আমি বেশ কয়েকবার প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল সাহেবকে জানিয়েছি কিন্ত তারা কোন সিদ্ধান্ত দিচ্ছে না। এখন দেখি নিত্য অন্য মেয়ে নিয়ে ঘুরে তাই সহ্য করতে পারি না । তার সাথে সর্ম্পকের অন্তরঙ্গ মুর্হুতে বহু ছবি আছে ।
কলেজ ছাত্রীর পিতা: আবু সাঈদ জানায় এই বিষয়ে এক সপ্তাহ আগে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার সাহেবকে জানিয়েছি।
এই ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহলমকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
কোতয়ালী থানার ওসি ইনচার্জ কবির হোসেন জানান, কলেজছাত্রীর অভি-ভাবক অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব।