রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলায় এক কিশোরীকে (১২) অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাজমুল উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনভর গুলশাখালী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জামবাগান এলাকা থেকে সন্ধ্যায় পুলিশ নাজমুলকে গ্রেফতার করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার সন্ধ্যায় গুলশাখালী ইউনিয়ন থেকে ভিকটিম কিশোরীকে অপহরণ হয়। বৃহস্পতিবার সকালে তাকে আমবাগান এলাকা থেকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সন্ধ্যায় ওই ইউনিয়নের জামবাগান থেকে অভিযুক্ত নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পিতা বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।