রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে খোলাবাজারে ওএমএস এবং টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি স্টেডিয়ামে এ খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান হোসাইনি।
এ সময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা শহরের বিভিন্ন ওএমএসএস ও টিসিবি ডিলারদের দোকান পরিদর্শন করেন।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো.হাবিবুর রহমান হোসাইনি বলেন, বাজারদর স্থিতিশীল রাখতে সারাদেশে ওএমএস, টিসিবিসহ খাদ্যবান্ধব কর্মসূচির অধীন সরকার ডিলারদের মাধ্যমে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে। এটি একটি জনবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে।২৩৬৩টি কেন্দ্রে দৈনিক চালের বরাদ্ধ ৪,৮০১ মে.টন ২৩৬৩ কেন্দ্রে মাসিক বরাদ্ধ (২২ দিন ধরে) চালের ১,০৫,৬২২ মেট্রিক টন। খাদ্য বান্ধব কর্মসুচীতে মোট ৫০,১০,৫০৯টি পরিবারকে প্রতিমাসে ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি চাল প্রদান করা হবে।। খাদ্য বান্ধব কর্মসুচীতে প্রতিমাসে বিতরণ১,৫০,৩১৫ মেট্রিক টন চাল।
জেলা প্রশাসক বলেন, খাদ্য মন্ত্রনালয়ের হিসাবে দেশে প্রায় ১৯ লক্ষ মেট্রিক চাউল ও ৫৫ হাজার মেট্রিক টন গম মজুদ আছে । কাল বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় রাঙামাটি ষ্টেডিয়ামে খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব টিসিবি চাউল বিক্রি উদ্ভোধন করবেন ।
ডিসিপোর্ট কানিজ জাহান বিন্ধু জানান,(পিএফডিএস) এর আওতায় খোলা বাজারে খাদ্য শস্য বিক্রি বাজার মুল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ করে নিম্ম আয়ের জনগোষ্টিকে মুল্য সহায়তা দেয়া চাউলের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হয়। খাদ্য মন্ত্রনালয়ের(ওএমএস)নীতিমালা,২০১৫ এর সকল নির্দেশনাবলী যথাযথ পালনের পরিপত্রে উল্লেখ করা হয়।