নিজস্ব প্রতিবেদক: কাপ্তাই সড়কে ৬ সিএনজি অটোরিকশাসহ চালকদের জিম্মি অস্ত্রধারী দুস্কৃতিকারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে অটোরিকশাগুলো এবং চালকদের উদ্ধার করে নিরাপক্তা বাহিনী। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি কাপ্তাই আসামবস্তি সড়কের ঝগড়াবিল তঞ্চঙ্গ্যাপাড়া এলাকায় রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘শুক্রবার বিকেলে রাঙামাটি কাপ্তাই সড়কে চলাচলরত ৬টি সিএসজি অটোরিকশা ও অটোরিকশার চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় চালকদের মোবাইল, গাড়ির চাবি ও টাকা কেড়ে নেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ৬ চালককে জিম্মি করে রাখে।’
সন্ত্রাসীদের অস্ত্রের মুখে জিম্মি হওয়া অটোরিকশা চালকরা হলেন, (১) চালক মোঃ আশিক (৩৬) পিতাঃ মৃত আলাউদ্দিন কাপ্তাই ব্যাঙছড়ি, মুসলিম পাড়া, কাপ্তাই, (সিএনজি চট্টগ্রাম -থ-১৪-৬৪৮৪), (২) চালক মোঃ বশির (৫০) পিতাঃ মৃত আনোয়ার হোসেন ভূইয়া, তবলছড়ি মসজিদ কলোনী, রাঙামাটি সদর, (সিএনজি চট্টগ্রাম -থ-১১-০৪০৩), (৩) চালক মোঃ আবু জাফর (৩৮) পিতাঃ মৃত জুলকু মিয়া, গ্রামঃ তবলছড়ি মসজিদ কলোনী, রাঙামাটি সদর। মোঃ বাবু (১৯) পিতাঃ মোঃ ইলিয়াস, কাটা পাহাড়, পুরাতন পুলিশ লাইন, রাঙামাটি সদর, মোঃ সামীম হক পিতাঃ মোজ্জামেল হক, বালুছড়া, হাটহাজারী থানা, চট্টগ্রাম জেলা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ রাতের দিকে চালক ৬ জনসহ ৬টি অটোরিকশা উদ্ধার করে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানায়,রাঙামাটি -কাপ্তাই -বড়াদম সড়কে দীর্ঘদিন ধরে টোকেন নিয়ে সিএনজি চালাইতে হয়,কিন্ত তারা টোকেন না করার ফলে সিএনজি আটকসহ আটক করেছে । কাপ্তাই-বড়ইছড়ি সড়কে ও মানিকছড়ি-খাগড়াছড়ির সব গাড়ীতে অঘোষিত টোকেন করতে হয় ।
রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, ‘এক চালক আমাকে মোবাইলে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশকে বিষয়টি অবহিত করি। সন্ধ্যার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে চালকদের ও অটোরিকশা ৬টি উদ্ধার করে।’
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, ‘অটোরিকশাসহ ৬ জন চালককে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে রাখার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।