নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী বাণিজ্য মেলায় প্রধান অতিথি খাদ্য মন্ত্রনালয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন,চাদাবাজি ও অবৈধ অস্ত্রের ঝনঝনানীর কারণে ইকোনোমিক জোন করতে প্রতিবন্ধকতা সৃষ্ট্রি করা হচ্ছে ।
৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ৫ ঘটিকায় জিমনিশিয়াম মাঠে এই মন্তব্য করেছেন । চেম্বার অব কমার্স সভাপতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মীর আবু তোহিদ, চেম্বার পরিচালক মনিরুজ্জমান মহসিন। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক এসএম ফেরদৌস এএসপি সার্কেল মোহাম্মদ জাহেদ ওসি কবির হোসেন ও রাঙামাটি চেম্বার অব কমার্স পরিচালকমন্ডলীর সদস্যরা ।
উল্লেখ্য ,রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী ৩য়বার বাণিজ্য মেলায় অব্যবস্থাপনার কারণে জাতীয় প্রিন্ট ও অললাইন মিডিয়াদের জানানো হয়নি। ফলে দোকানদার, জেলা ক্রীড়াসংস্থার সদস্য,অতিথিরা তেমন লোকজন দেখা যায়নি,তেমন প্রচার প্রচারণা নেই, মেলায় তেমন মান সম্মত উন্নত মানের পন্য দেখা যায়নি । শিশুদের বিনোদনের জন্য ৬/৭ টি খেলনা বাণিজ্য মেলার আকর্ষণ । কাল শনিবার থেকে ২০ টাকা প্রবেশ মুল্য । গেইট, দোকান,ডেকোরেশন নিমার্ণকারী আলী শামীম জানায়,দোকানে বিক্রির ওপর ১০-৫০ শতাংশ লভ্যাংশ রাঙামাটি চেম্বারকে দেয়া হবে । জেলা ক্রীড়া সংস্থার জায়গায় মেলা বসানোর জন্য কত শতাংশ দেয়া হয় চেম্বার পরিচালকসহ সকলে এড়িয়ে যায় । পরিচালকমন্ডীর সদস্য উসা মং জানায় আমরা হবিগঞ্জের গ্রুপকে দেখার শুনার দায়িত্ব দিয়েছি।নাগরদোলার মালিক প্রতিবেদককে জানায়, আয়ের ওপর ৫০ শতাংশ দৈনিক মেলার আয়োজক তথা মেলা নিমার্ণকারী কমিটিকে দিতে হবে। তারা সকলে হবিগঞ্জ থেকে বিনাশ্রমে রাঙ্গামাটি চেম্বারকে সহযোগিতা করতে আসছে বলে সৈয়দ আহম্মদ আলী শামীম।