নিজস্ব প্রতিনিধি: রাঙামাটিতে চুরি হওয়া মটর সাইকেল চট্টগ্রাম লালখান বাজার থেকে উদ্ধার । ফেইস বুকে মটর সাইকেল বিক্রি এ্যাড দিয়েছে চোরচক্র । বিক্রয় কালিন ফেইসবুকে লেখাছিল ২০০০ কিলো চলেছে ২০২১ মডেল ।কিন্ত মটর বাইক মডেল ২০২০ সাল চোর সিন্ডিকেট তা জানতো না ! কৌশলে প্রকৌশলী এরশাদ আলী ক্রয় করার জন্য চট্টগ্রাম লালখান বাজার গিয়ে বিক্রয়কালিন হাতে নাতে আটক করে-পরে পুলিশকে খবর দিলে মোটর বাইকসহ আটক রাঙামাটি আদালতে হাজির করে পুলিশ। স্মার্ট কার্ড মোটর বাইকের রেজিষ্টেশন নং রাঙামাটি- ল -১১-০৭৪৩ । আটক চোরের নাম রাজু কিন্ত চোরচক্র সিন্ডিকেট রাঙামাটিরসহ আরো ৪/৫ জন ছিল ।
রাঙামাটির চোর সিসি ক্যামড়ায় দেখা গেলেও তদন্তের স্বার্থে নাম বলা যাচ্ছে না। তার আগে পাচতলা একই বিল্ডিং নীচ থেকে বাড়ীর মালিক রত্নাকর চাকমার মোটর বাইক চুরি করেছে চোরচক্র। তার আগেও রাঙামাটি শহরে বিভিন্ন স্থানে পাড়ায় মহল্লায় ব্যাপক মটর বাইক চুরি হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো.এরশাদ আলীর উত্তর কালিন্দিপুর রত্নাকর চাকমার বাসা থেকে মোটর বাইক চুরি হয়েছিল ১২ জানুয়ারী ২০২২ ইং ভোর ৮ ঘটিকায় । আজ ১৭ জানুয়ারী সোমবার মোটর বাইক জিম্মায় নিতে আইনজীবির মাধ্যমে আদালতে আবেদন করেছেন উপ-সহকারী প্রকৌশলী এরশাদ আলী ।
আগে কোন এক সময়ে এই চুরি ঘটনা ঘটে রাঙামাটি পৌরশহরে ।এই ব্যাপারে কোতয়ালী থানার মাধ্যমে আদালতে মামলা করেন মো.এরশাদ আলী উপসহকারী প্রকৌশলী । মামলার আইও অরুপ তদন্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে আদালত থেকে গাড়ীটি জিম্মায় নেওয়ার আবেদন করেছে