নিজস্ব প্রতিবেদক: “আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এই দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন পর পর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা স্কাউটে সাধারণ সম্পাদক ও সাবেক নিরাপদ সড়কের সভাপতি নুরুল আবছার, রাঙামাটি প্রেস ক্লাব সাধারন সম্পাদক আনোয়ার আল হক, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, রাঙামাটি বিআরটিএ’র সহকারী পরিচালক মো. উসমান সরওয়ার আলম, মোটরযান পরিদর্শক মো.সালাহ উদ্দিন, সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন যানবাহন সমিতির নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা।