চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি: রাঙামাটি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ বিএফডিসি ও জেলা মৎস্য ভবন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
রাঙামাটি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ সংবাদ সম্মেলন ও আলোচনা সভা ২৮ আগষ্ট, শনিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা পরিষদে এনেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ ও সাংবাদিক সম্মেলনে আলোচন সভায় সভাপতিত্ব করেন ,প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন , এসময় বিশেষ অতিথি হিসাবে জেলা মৎস্য কর্মকর্তা শ্রী রামচন্দ্র চন্দ , পরিবীক্ষন ও মুলকরণ কর্মকর্ত্া পার্বত্যঞ্চল ইকবাল বাহার ভুয়া,আজগর আলী জেলা কর্মকর্তা ডি এফআরআই ও ফাতেমাতুজ জোহরা সম্প্রসারণ কর্মকর্তা-২ সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সদর ।
দীর্ঘ ৪ মাস মাছ আহরণ বন্ধ থাকার পর আগামী ১লা সেপ্টেম্বর কাপ্তাই হ্রদে মাছ আহরনের জন্য উম্মুক্ত করা হচ্ছে । এসময় বক্তব্য বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সুষ্ট ব্যবস্থাপনা ও প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানি সমন্বয় জরুরী । সভায় মাছের উৎপাদন কমে যাওয়ার ফলে ক্ষোভ প্রকাশ করেন। পরিবেশ দুষণ, হ্রদে ড্রেজিং না হওয়ায় ,পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনার প্রস্তাব করা হয়। গত তিন বছরে ২৯ টি ক্রীক কাজ চলছে , আগামী আরো ৮৪টি ক্রীকের জন্য প্রস্তাব করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক মুহাম্মদ ইয়াছিন । তিনি আরো ইতিমধ্যে ১শ ১৮ কোটি টাকা জেলা মৎস্য প্রকল্পের জন্য বরাদ্ধ করা হয়েছে ।
উল্লেখ্য, প্রধান অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান জাতীয় মৎস্য সপ্তাহে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি পার্বত্য মন্ত্রনালয়ের সচিবের সাথে রয়েছে বলে জানা গেছে। জেলা মৎস্য করর্পোরেশন ও জেলা মৎস্য অধিদপ্তর জেলা পরিষদে হস্তান্তর বিভাগ হলেও কেউ গুরুত্ব দেয়নি বলে দেখা গেছে। জেলা পরিষদ গুলোতে ৩৩টি বিভাগ হস্তান্তর হওয়ায় কাজের কোন অগ্রগতি হচ্ছে না বলে বিশেষজ্ঞ মহলের অভিমত।