নিজস্ব প্রতিনিধি: রাঙামাটিতে তিন মন্দিরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।রাঙামাটি শহরে সম্প্রতি দুইদিনে তিনটি মন্দিরে চুরির ঘটনা ঘটনায় সনাতন ধর্ম ব্যাপক আলোচনা ও সমালোচনা স্থান পেয়েছে। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়ার পরদিন সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজার থেকে সেই আলোচিত চোরকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তি চট্রগ্রামের সাতকানিয়ার অর্জুন দাশের ছেলে লিটন দাশ(২৯)।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত চোরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রাঙামাটির কৃতি সন্তান প্রবাসী টিটু ফেইসবুকে বলেছে-কেন সে চোরের ছবি দিয়ে এতো ডালাও ভাবে সামাজিক যোগায়োগ মাধ্যম ফেইজবুকে এতো প্রকাশ করা হচ্ছে……?
ঐ চোরেরও বাঁচার অধিকার আছে।এমনিতে সে হয়তো চুরি করতে বাধ্য হয়েছিলো।হয়তো তার সামনে আর কোন পথই খোলা ছিলো না। তার শাস্তি হওয়া হয়তো উচিত।কিন্তু তাকে তো পরবর্তি ভালো হওয়ার কোন সুজোগই দিচ্ছেন না আপনারা ফেইজবুকে তার ছবি পোষ্ট করে চোর হিসেবে ভাইরাল করে।তার প্রাপ্য শাস্তি ভোগ করার পর কি আর সে তার স্বাভাবিক জীবনে আর ফিরে আসতে পারবে? অথচ কোটি কোটি টাকা চুরি করছেন তার হিসাব আমরা কেউ রাখি না। আপনিও যে সৎ আপনার জীবন যাপনে, বুকে হাত দিয়ে বলতে পারবেন……?
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম,শ্রীশ্রী শংকর মিশন, ভেদভেদী এবং আসামবস্তিস্থ শিব মন্দিরসহ গত দুইদিনে তিন মন্দিরে চুরি।
আমার মনে হয় আমার বিবেক বলছে সে চোরের ছবি কোন ভাবেই ফেইজবুকে পোষ্ট করা উচিত হয়নি।
সম্প্রতি ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় ভেদভেদী লোকনাথ মন্দির থেকে দুই আনা ওজনের একটি স্বর্নের চাঁদ এবং একটি প্রায় ৮ আনা ওজনের রূপার চেইন চুরি হয়। পরদিন বেলা ১১টা ৪৮মিনিট থেকে ১২টা ৬মিনিট পর্যন্ত শংকর মিশনের শিব লিঙ্গের পাশ থেকে পিতলের গরু,প্রতিমার গায়ে থেকে একটি রূপার চেইন ও কয়েকটি পুজার থালা চুরি করে নিয়ে যায় এক যুবক। পরে মন্দিরের সিসিটিভি ফুটেজে চেক পরলে বিষয়টি ধরা পড়ে।একই দিন দুপুরে আসামবস্তি শিব মন্দির থেকে ১৫ ভরি রূপার অলংকার ও পূজার সামগ্রী চুরি হয়।