নিজস্ব প্রতিনিধি: রাঙামাটিতে পুরাতন কবর দখল করে নতুন কবর নির্মানের অভিযোগ উঠেছে । ২/৩ বছর আগের কবর ভেঙ্গে মৃত্যুর আগে নতুন কবর নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে ।
জানাগেছে, আব্দুল ফকির (রা:)মাজারে পুরান বস্তির এমাদুল পিতা মরহুম হাজী মো: কবির আহম্মদ কবরটি পাকা নাম ফলক লাগানো আছে । উক্ত কবর পার্শ্বে পুরাতন কবর ভেঙ্গে নতুন কবর পাকা করা হয়েছে।
পুরাতন কবরের ওয়ারিশ সোহেল মুঠোফোনে প্রতিবেদককে জানায়, শুক্রবার দিবাগত রাত পবিত্র শবেবরাত রজনীতে আমরা কবর জেয়ারত করতে গিয়ে দেখি মামার কবর ভেঙ্গে মৃত্যুর আগে নতুন কবর নিমার্ণ করেছে।
সোহেল আরো জানায়,আব্দুল ফকির মাজার (রা:)সংলগ্ন ২/৩ বছর আগের মামার কবরটি ভেঙ্গে পুরান বস্তির বিএনপি নেতা এমাদুল পরিবার দখলে রেখেছে।
মাজার ও কবরস্থান কমিটির সদস্য মনিরুজ্জমান মহসিন রানা এবং মসজিদের ঈমামসহ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয় । পরবর্তীতে তিনি মুঠোফোনে নতুন নির্মিত কবর এর ওয়ারিশগণের সাথে আলাপ কিভাবে সমস্যা সমাধানের এমদাদুলকে নির্দেশনা দেন।