1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

রাঙামাটিতে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭-বিধিমালা-২০১৮

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১১১ Time View

নিজস্ব প্রতিনিধি: “আর নয় বাল্য বিয়ে’“এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭প্রবিধান-২০১৮,শিশু সুরক্ষা ও অধিকার,জেন্ডার সমতা ওপর বিষয়ের দিনব্যাপী ওরিয়েণ্টেশন,প্রকল্প কার্যক্রমের ধারাবাহিকতায় জেলার মিডিয়া কর্মীদের অংশগ্রহন। আয়োজনে :-সিইএমবি গ্রীণহীল,কনফারেন্স কক্ষে, ১১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯ ঘটিকায় ইন্দ্রানী হাউস,চম্পকনগর”রাঙামাটি পার্বত্য জেলা ।

জেলা কোর্ডিনেটর,সিইএমবি প্রজেক্ট গ্রীণহিল স্বাগত বক্তব্য টিটু তালুকদার বলেন, ১৯৯৪ সালে শুরু হয় গ্রীণহিলের কার্যক্রম এনজিও ব্যুরো রেজি: নিয়ে প্রথমে ৩টি জেলায় গত মার্চ-২০২২ কার্যক্রম চলছে,বর্তমানে তিন পার্বত্যজেলাসহ ককসবাজার ৪টি জেলায় ৫০হাজার লোকের সুবিধা দিয়ে ৬টি প্রকল্পের কাজ করছে গ্রীণহিলের এই প্রজেক্ট। কানাডা গ্লোবেল ফাইনান্স অর্থায়নে ২০১৩- ২০১৭ সালে লংগদু ও বরকল উপজেলায় ১৭টি বাল্য বিবাহ বন্ধ করতে পেরেছি সিইএমবি প্রকল্পে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-ধারা ১৮।

ওরিয়েন্টেশন সভা উদ্ভোধনী করেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নিবার্হী অফিসার নাজমা বিনতে আমিন।

অতিথিরা বলেন,বাল্যবিবাহ নিরোধ কল্পে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০৩০ প্রনায়ন করা হয়েছে। এতে ৯ বছর কোন শিশুকে আটক হ্যান্ডক্যাপ পড়ানো যাবে না। ১৭ বছর ১১ মাস পর্যন্ত শিশু অপরাধের বিচার হবে । তবে ৫ বছর পর্যন্ত কারাদন্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। আইন,নীতিমালা এবং পরিকল্পনা কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল,বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগসমুহ,বাল্য বিবাহ নিরোধ আইন,বিধি এবং জাতীয় কর্মপরিকল্পনাকে বিবেচনায় রেখে স্বপরিকল্পনা। বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন,বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারী কর্মকর্তা স্থানীয় সরকারের প্রতিনিধি সাধারণ ক্ষমতা। বাল্যবিবাহের ওপর নিষেধজ্ঞা আরোপ ও নিষেধজ্ঞা ভঙ্গের শাস্তি:-মিথ্যা অভিযোগ করিবার শাস্তি,বাল্য বিবাহ শাস্তি,বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতা-মাতাসহ অন্যান্যা ব্যক্তির শাস্তি ,বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করিবার শাস্তি:বাল্য বিবাহ বন্ধে উদ্যোগী হইবার শর্তে বাল্যবিবাহের অভিযোগ হতে অব্যাহতি:-বাল্যাবিবাহ নিবন্ধনের জন্য বিবাহ নিবন্ধকের শাস্তি(কাজী)লাইসেন্স বাতিল,বয়স প্রমানের দলিল:ক্ষতিপুরুন প্রদান: অপরাধের আমলযোগ্যতা,জামিনযোগ্যতা,এবং অ-আপোষযোগ্যতা :বিচার পদ্ধতি,সরেজমিন তদন্ত: মোবাইল কোর্ট আইন,২০০৯ এর প্রয়োগ,অপরাধ আমলে নেয়ার সময় সীমা: বিশেষ বিধান: বিধি প্রনয়নের ক্ষমতা:রহিতকরণ ও হেফাজত : বাল্য বিবাহ প্রতিরোধে: ১০৯,৩৩৩ ও ৯৯৯ ফ্রি কলসহ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন রিতা দাশ ইন্টারন্যাশনাল বাংলাদেশ । সাইনু মং মার্মা প্রোগ্রাম ফোকাল সিইএমবি প্রজেক্ট গ্রীণ হিল টিটু তালুকদার জেলা কোর্ডিনেটর,সিইএমবি প্রজেক্ট গ্রীণহিল, অংঅং থোয়াই জেলা কোর্ডিনেটর সিইএমবি প্রজেক্ট গ্রীণহীল।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..