নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা নতুন প্রজন্মসহ সকলকে বঙ্গবন্ধুর আর্দশের শিখায় আলোকিত এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার মহৎ লক্ষে দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের আয়োজনে রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে শপথ গ্রহন অনুষ্টানে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করেন।
বিকাল ৪.০১ ঘটিকায় সঞ্চালনা করেন ড.কালাম আবদুল নাসের চৌধুরী প্রধান সমন্ময়ক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি।
সমবেত জাতীয় সংগীত পরিবেশনা ও প্রধানমন্ত্রীর বক্তব্য এবং প্রধানমন্ত্রী কর্তৃক শপথ পরিচালনার সময় শপথ গ্রহনকারী সকলেই জাতীয় পতাকা হাতে রেখে শপথ বাক্য পাঠ করেন।রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানে সরকারি -বেসরকারী- অফিস -আদালত স্কুল -কলেজ বিশ্ববিদ্যালয় ও রাজনীতির সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।