নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি লংগদু উপজেলায় ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় মো.রুবেল নামে এক মোটরসাইকেল চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপরাধীকে দুই লাখ টাকা জরিমানা,অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক। বুধবার রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন মামলার নথি থেকে জানা যায়, রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্তর ইউনিয়নের গাউসপুর ফরেস্ট অফিস এলাকার জঙ্গলে ২০১৬ সালের ২৭ আগস্ট ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেন মোটরসাইকেলচালক মো. রুবেল। শিশুটিকে গাউসপুর মাস্টারপাড়া পৌঁছে দেয়ার কথা ছিল। শিশুটির মা ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করেন ও বাবা চট্টগ্রাম শহরে রিকশা চালান। শিশুটি লংগদুর মামার বাড়িতে থাকে। এই ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে লংগদু থানায় মামলা করেন।
২০১৬ সালের ৭ ডিসেম্বর আসামি রুবেলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতে বিচার শুরু হয়। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন। রায়ে শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড। ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাড. সাইফুল ইসলাম অভি জানান, মহামান্য আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি এই রায় দ্রুত কার্যকর করা হবে। আসামীপক্ষের আইনজীবি অ্যাড.আবছার আলী জানান,আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।