চৌধুরী হারুনুর রশীদ: রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচপ্রতিযোগিতা-২০২২ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্টপোষকতায় ৬ষ্ট বার নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি র সভাপতি দীপংকর তালুকদার গেষ্ট অফ অনার নিখিল কুমার চাকমা চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দীন এনডিসি,পিএসসি রিজিয়ন কমান্ডার রাঙামাটি রিজিয়ন,পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার) মেয়র মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো:শহিদুজ্জমান মহসীন রোমান । শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা -২০২২ সদস্য সচিব মোহাম্মদ সফিউল আজম ও আহবায়ক হাজী মোহা:মুছা মাতব্বর। নৌকা বাইচ শেষে পুরুস্কার ও কেক কাটা হয়।
শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২২ রাঙামাটি সদরসহ ৪টি উপজেলা থেকে অংশগ্রহন করেছে। ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ২.৩০ ঘটিকায় রাঙামাটি শহীদ মিনার অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২২। এসব অংশগ্রহনকারী দলের মধ্যে নানিয়াচর,কাপ্তাই,বিলাইছড়ি ও বাঘাইছড়ি। একক ও যৌথ মহিলাদলসহ ৮টি নৌকা বাইচ অনুষ্টিত হয় । একক জামাল উদ্দীন ১ম পুরুস্কার ১০ হাজার যৌথ ১ম পৃরুষদল প্রশান্ত ত্রিপুরা ৫০ হাজার টাকা ও মহিলাদল পুর্ণরানী ত্রিপুরা ১ম ৩৫ হাজার টাকা।
উল্লেখ্য জেলা ক্রীড়া সংস্থার মেয়াদ উক্তীর্ণ হয় ১৫ অক্টোবর ২০২২ এর পরে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম অব্যাহত রেখেছে।
—