চৌধুরী হারুনুর রশীদ: রাঙামাটি রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথি খাদ্যমন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেছেন ”একজন মানুষ প্রকৃত ধার্মিক কখনো সম্প্রাদায়িক হতে পারে না । একটি অসম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেতনায় ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনী নেতৃত্ব নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় । প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের সকল ধর্ম,বর্ণ বিভিন্ন জাতির সম্প্রতি বিরাজমান।
সব ধর্ম-বর্ণের মানুষ যাতে সমাজে একসঙ্গে মিলে মিশে বসবাস করতে পারে সেই লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে রাঙামাটি জেলা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ আব্দুল আলী মঞ্চে এই সম্প্রীতি সমাবেশের ১০ ঘটিকায় জেলা প্রশাসক মো:মিজানুর রহমান সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন ,চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়,নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জোন কমান্ডার লে.কর্ণেল আশিকুর রহমান, বিজিবি সেক্টর কমামন্ডার কর্ণেল তরিকুল ইসলাম ,জেলা পরিষদের চেয়ারম্যান অংশুই প্রু চৌধুরী,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবাগত ভাইস চ্যালেন্সার প্রফেসার ড.সেলিনা আখতার, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বক্তব্য রাখেন