নিজস্ব প্রতিবেদক: রিকসাবিহীন শহরে হঠাৎ করে জ্বালানি তেলের বাড়ানোর প্রতিবাদে সিএনজি বন্ধ রেখেছে রাঙামাটি পরিবহন শ্রমিকরা। শনিবার (৬ আগস্ট) সকাল থেকে গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পেশার মানুষ। এছাড়া রাস্তায় অধিকাংশ যানবাহনেরও চলাচলে শিথিলতা দেখা গেছে।
এদিকে গ্যাস চালিত সিএনজি যাত্রীসহ রাঙামাটি শহরে প্রবেশ করলে শ্রমিকরা বাধা দিলে পথে মধ্যে নামিয়ে দিতে দেখা গেছে । চট্টগ্রাম থেকে প্রাইভেট সিএনজি নিয়ে এসে রাবেয়া আক্তার নামে ৫/৬ জন মহিলা লংগদু যাওয়ার জন্য রিজার্ভবাজার লঞ্চ ঘাট যেতে পারেনি বনরুপা নামিয়ে দেয় ।
শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপ। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষিতে ভাড়ার হার পুনঃনির্ধারণ না হওয়া পর্যন্ত সিএনজি না চালানোর ঘোষণা দিয়েছে রাঙামাটি অটোরিকসা শ্রমিক ইউনিয়ন । আগামীকাল সকাল ১১ টায় জেলা প্রশাসনের কার্য্যলয়ে পরিবহন মালিক সমিতি ও সিএনজি সমিতির সাথে ভাড়া নিধারণের জন্য জরুরী বৈঠক বসবেন জানান জেলা প্রশাসক মো:মিজানুর রহমান।
পাশাপাশি বেশকিছু বাইকার পিডিবি অফিস ভেদভেদী থেকে বনরুপা ৫০ টাকা,রিজার্ভ বাজার ও তবলছড়ি জনপ্রতি ১শ টাকা ভাড়া নিচ্ছে বলে যাত্রী সাইফুল বিন হাসান প্রতিবেদকে জানায়।
সড়কে শুধু রিকশা আরও গুটিকয়েক অন্যান্য যানবাহন চলছে। একসঙ্গে কর্মস্থলমুখী লোকজন বেশি হওয়ায় এসব যানবাহনে যাত্রীদের প্রচুর চাপ। অনেকে গ্যাস সিএনজি অটোরিকশা ও অতিরিক্ত ভাড়া দিয়ে কেউ কেউ কর্মস্থল পৌঁছান। পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়েও অফিসে যেতে দেখা গেছে অনেককে।
এদিকে রাঙামাটি শহরে গ্যাসের মুল্য বৃদ্ধি করলেও গ্যাস সরবরাহ দিচ্ছে না বলে অভিযোগ করেন ভেদভেদী ব্যবসায়ী আজগর আলী সওদাগরসহ অনেকে । এই বিষয়ে গ্যাস সরবরাহকারী জসিম উদ্দীনকে ফোন দিয়ে পাওয়া যায়নি। এছাড়া রাঙামাটি সকল পন্যর মুল্য বৃদ্ধি করেছে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধির কারণে।
প্রসঙ্গত, শুক্রবার রাত ১০টার দিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে। সেই হিসেবে শনিবার (৬ জুলাই) থেকে এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে ১১৪ টাকা, এক লিটার অকটেনের জন্য দিতে হবে ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রোলের দাম হবে ১৩০ টাকা।