রাঙামাটি প্রতিনিধি: ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আসামী ৬৫বছর এক বৃদ্ধাকে ৮ বছর সশ্রম কারাদন্ড তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ড, রাঙামাটি নারী ও শিশু নির্যাতন আদালত। ৬০ দিনের মধ্যে জরিমানা অর্থ বিধিমোতাবেক জমা দানের নির্দেশ দেয়া হল।আসামী কর্তৃক পরিশোধিত জরিমানার অর্থ ভিকটিম এর পিতা:মাতা তাদের সন্তানের ভরন পোষন ক্ষতিপুরুন হিসাবে প্রাপ্ত হবেন।
১৪ ফেব্রয়ারী সোমবার নারী ও শিশু মামলা নং৪৭/২০২১ জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন রায় প্রদান করেন। জিআর মামলা নং৩৩৬/২০২০ নানিয়াচর থানার মামলা নং -০২ তাং১৮/০৯/২০২০ খ্রী:
রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মো:রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(৪)(খ) ধারায় অপরাধে দোষী সাব্যস্ত করায় এই রায় এ আমি সন্তুষ্ট , নানিয়াচর থানার বুড়িঘাট ইউপি বগাছড়ি পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী রুমানা হাবিবা(৯) ধর্ষনের অভিযোগ বিজ্ঞ আদালতে সাক্ষ্য গ্রহন আলামত প্রমান করতে পেরেছি ।
আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মামুন ভুইয়া বলেন, আসামী পক্ষে আইনজীবি হিসাবে আমি ক্ষুব্দ ডিএনএ পরীক্ষা যথাযথ হয়নি। আমি উচ্চ আদালতে আসামীর পক্ষে আপীল করবো ।
এজাহার সুত্রে জানা গেছে,শহীদ মল্লিক (৬৫) পিতা: সোলেমান মল্লিক কর্তৃক ১০/০৯/২০২০ ইং হতে ১৬/৯/২০২০ইং যে কোন সময় ১৭/০৯/২০২০ ইং সন্ধ্যা ১৯.৩০ ঘটিকায় ঘটনার সুত্রপাত । রুমানা হাবিবা(৯)পিতা: রিপন সিকদার (৩৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার রুজুর তারিখ ১৮/০৯/২০২০খৃী: অভিযোগ দাখিল ০২/০২/২০২১ খৃী: অপরাধ আমলে গ্রহনের ২০/০৯/২০২১ খৃী:অভিযোগ গঠনের সময় ২৮/০৯/২০২১ খৃী: প্রসিকিউশন পক্ষে সাক্ষ্য গ্রহন :১১/১০/২০২১,১২/১০/২১,১৩/১০/২১‘১৮/১০/২১,২৪/১০/২১,২৫/১০/২১,০৩/১১/২১,০১/১২/২১ ও ০৯/০১/২০২১ খৃী:যুক্তিতর্ক শ্রবনের তারিখ ১৪/১২/২০২১ ও ২৩/০১/২০২২ খৃী: