রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ৮২হাজার ৪৯৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ১১ ডিসেম্বর জেলার ১০ উপজেলায় একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
বৃহষ্পতিবার (০৯ডিসেম্বর ২০২১) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভায় এ তথ্য জানান রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।
সভায় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাংবাদিক মো আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
এ সময় সিভিল সার্জন জানান, স্বাস্থ্যবিধি মেনে শতভাগ লক্ষ্য অর্জনের জন্য মোট ১৩১৫টি কেন্দ্রে ২২০১জন স্বেচ্ছাসেবী কর্মী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এ কাজ করবে।