প্রত্যয় ডেস্ক, চৌধুরী হারুনর রশীদ, রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটি জেলার কাউখালি উপজেলায় অস্ত্রসহ তিনজন ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, মিরাই মারমার ছেলে সায়মন মারমা (২০), মংনুশি মারমার ছেলে মংসাচিং মারমা(২২), অংপ্র“ সাই মারমার ছেলে মংমং মারমা (২১)। আটককৃতরা সবাই উপজেলার হারাংঙ্গী পাড়ার বাসিন্দা।
মঙ্গলবার ২৭ অক্টোবর ভোরে উপজেলার কলমপতি ইউনিয়নের দূর্গম উত্তর মাঝের পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা গেছে, ভোরে উপজেলার কলমপতি ইউনিয়নের দূর্গম উত্তর মাঝের পাড়া থুচাইমং মারমার বাড়িতে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল ছয় ডাকাত। ডাকাতির প্রস্তুতিকালে পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার করলে ৩ জন ডাকাত পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তাদের সহযোগিতায় বাকী ৩ ডাকাতকে ধরতে সক্ষম হয়। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে। এ সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নালা বন্দুক ও ডাকাতির জন্য ব্যবহৃত একটি মটর সাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার ইনচার্জ (ওসি) শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে এবং বাকী ৩ জনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।