রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকায় সন্ত্রাসীর একটি গ্রুপ নিরাপত্তাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এসময় নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে একজন মারা যান।
নিহত ব্যক্তির নাম নিখিল কুমার দাস (৩৫)। সে কাপ্তাই প্রজেক্ট এলাকার মৃদুল কুমার দাসের ছেলে। তবে নিহত ব্যক্তি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী হিসেবে পুলিশ জানালেও জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কাপ্তাই সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, সকালে কাপ্তাই ইউনিয়নের চৌধুরীছড়া এলাকায় গোলাগুলির ঘটনায় জেএসএসের এক কর্মী মারা গেছেন। বিকেলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।#