1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

রাঙামাটি আদালত জামিন না দেওয়ায় অটোরিকশা চলাচল বন্ধ, বিপাকে রাঙামাটি শহরের মানুষ

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালত সিএনজি অটোরিকশার লাইনম্যানের জামিন না মঞ্জুর করার প্রতিবাদে রাঙামাটি শহরে সিএনজি অটোরিকশা চলাচলা বন্ধের ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন। বুধবার (১৯ জুলাই) দুপুরে আদালত আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় চালকরা।

অপরদিকে  পাহাড়ে রিকসাবিহীন শহরে রাঙামাটির একমাত্র অভ্যন্তরীণ যানবাহন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার দুপুর ২ .৩০ ঘটিকায় দিকে প্রথমে রাঙামাটি আদালত প্রাঙ্গনের সামনের সড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় চালকরা। বেলা ৩টার দিকে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় দেখা গেছে, চালকা সিএনজি অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছে। হঠাৎ করে অটোরিকশা বন্ধ হয়ে যাওয়ায় তপ্ত দুপুরে দুর্ভোগে পড়েছেন সড়কে চলাচলকারী যাত্রীরা।

এসময় অনেককেই পায়ে হেঁটে যেতে হয়েছে বাসায় কিংবা গন্তব্যে। সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বলছে, তারা অনির্দিষ্টকালের জন্য গাড়ি (অটোরিকশা) চলাচল বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। এদিকে, এ ঘটনার পরপরই শহরের প্রাণকেন্দ্র বনরূপা মোড়ে উপস্থিত হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন ও ট্রাফিক পুলিশ পরিদর্শক সারোয়ার মোহাম্মদ পারভেজ।

কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, ‘অটোরিকশা চালককে আটক ও জেল হাজতে প্রেরণের প্রতিবাদে রাঙামাটি শহরে অটোরিকশা চালকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছে। এ ঘটনা নিয়ে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ হঠাৎ করে সিএনজি অটোরিকশা বন্ধ করে দেওয়া প্রসঙ্গে রাঙামাটি জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, “রাঙামাটি আদালতের পেশকারের ভাই সোহেল রানার সাথে নয়নের সাথে মঙ্গলবার কথা কাটাকাটি হয়। এতে সোহেল রানা ওইদিনই আদালতে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। আমাদের লাইনম্যানকে মারধর করার পরও মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে। তবুও আমরা আইনের প্রতি শ্রদ্ধা করে জামিন আবেদন জানিয়েছে। কিন্তু জামিন না মঞ্জুর হওয়ায় আমরা এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শহরে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা কার্যকরী কমিটি বৈঠকে বসতেছি। বৈঠক শেষে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানাব।’ মামলার

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই দুপুরে শহরের কালিন্দীপুর রাস্তার মুখের সামনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ছাত্র সোহেল রানার সঙ্গে সিএনজি চালক (প্রথম আসামি) মোস্তফার বাকবিতণ্ডা ঘটে। ঘটনার এক পর্যায়ে প্রথম আসামি মোস্তফা ও দ্বিতীয় আসামি রিয়াজ মামলার বাদী সোহেল রানা ও সাক্ষী তাহেরুলকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে কিল ঘুষি মারি। ঘটনার সময় তৃতীয় আসামি নয়ন (লাইনম্যান) সোহেল রানার পকেটে থাকা মানিব্যাগটি ছিনিয়ে নেয়। এই মামলায় পুলিশ আসামিকে গ্রেফতার আদালতে নিলে আদালত আসামি নয়নের জামিন আবেদর না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..