রাঙামাটি: রাঙামাটি আল আমিন ইয়াতীম খানায় দৈনিক প্রত্যয় আর্ন্তজাতিক অনলাইন নিউজ পোর্টালের উদ্যেোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল, রবিবার রাঙামাটি আল-আমিন ইয়াতিম খানার শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দৈনিক প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাজেদুল হক সিকদার ও নির্বাহী সম্পাদক মো: আবুল বাশার রাজীবের নির্দেশনায় গতবছরও রাঙামাটিতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এই সময় অর্ধশতাধিক এতিম খানার ছাত্র শিক্ষকদের ইফতার করানো হয়।আল-আমিন ইয়াতীম খানা বনরূপা হল রুমে চৌধুরী হারুনুর রশীদ রাঙামাটির তক্তাবধানে দোয়া মাহফিলে মোনাজাত করেন, সুপার ওলি উল্লাহ এই সময় উপস্থিত ছিলেন আল আমিন ইয়াতিম খানার জেনারেল শিক্ষকঃ আকরামুজ্জামান আরিব শিক্ষকঃমুফতি এলাহি ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিব আজম।