চৌধুরী হারুনুর রশীদ: রাঙামাটি এফপিএবি জেলা পর্যায়ে সেল্ফ কেয়ার এমআরএম মডেল কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হিসাবে এডভোরকসী অনুষ্ঠিত হয়েছে । ২৫ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকায় এফপিএবির জেলা কার্য্যলয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ।
জেলা কর্মকর্তা অরুন কুমার শীলের উপস্থাপনায় সভাপতিত্ব করেন এফপিএবি রাঙামাটি শাখার সভাপতি মুজিবুর রহমান । এফপিএবি ও আইপিপিএফ যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন সরকারী বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি সরকার অনুমোদিত স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি(পুরুষ ও মহিলাসহ) ৭টি আধুনিক পদ্ধতি সর্ম্পুণ বিনামুল্য পরামর্শ এবং সেবাদান করে। ইপিআই ১৫-৪৯ বয়সের মহিলাদের টিটি টিকা,জরায়ু ও স্তনের ক্যান্সার পরীক্ষা(ভায়া) এইচ আইভি’র (ভিসিটি) রেফার করা হয়। ১৪টি যুব বান্ধব সেবা ও ১৭টি আধুনিক যন্ত্র দিয়ে স্বল্পমুল্যে পরীক্ষা করা হয়। মাত্র ১০ হাজার টাকা সিজারিয়ান ও ২ হাজার টাকায় নরমেল ডেলিভারী করা হয় এফপিবিএবি রাঙামাটি ক্লিনিক। প্রজনন স্থাস্থ্যসেবা ও অধিকার সংরক্ষনে এফপিএবি রাঙামাটির শাখা দুর্গম এলাকায় মোবাইল টিম তথা ভিজেটর মাধ্যমে সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছে। গরীব ও হত দ্ররিদ্র সেবা গ্রহীতারকে বিনামুল্য ২৪ ঘন্টা সেবা দেয়া।