নিজস্ব প্রতিনিধি: ‘‘ টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি এফপিবিতে আর্ন্তজাতিক নারীদিবসে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সকাল সাড়ে ১০ ঘটিকায় এফপিএবি হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেজেলা ইউএনও নাজমা বিনতে আমিন ।
এফপিএবি রাঙামাটি শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,কার্যকরি পরিষদের সদস্য মুহাম্মদ সোলায়মান বাংলাদেশ রেডক্রিসেন্ট সাবেক সাধারণ সম্পাদক জিসান বখতেয়ার ।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯ ঘটিকায় বনরুপা হতে র্যালী প্রধান সড়ক হয়ে এফপিএবি কার্য্যলয়ে এসে শেষ হয় ।