নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে । সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। কলেজছাত্রীর নাম পূর্ণিমা চাকমা। সে জুরাছড়ি উপজেলার ৫নম্বর দুমদুম্য ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বগাহালি এলাকার সাধন চাকমা মেয়ে।
সে জুরাছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম এলাকার ৫নম্বর দুমদুম্য ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বগাহালির সাধন চাকমা মেয়ে। সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.কবির হোসেন।
পুলিশসূত্রে জানা গেছে, পূর্ণিমা চাকমা রাঙামাটি শহরস্থ রাজবাড়ি এলাকায় বাসায় ভাড়া থাকতেন। দুপুর আড়াইটার দিকে পূর্ণিমা চাকমাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান বাসার মালিক। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) সাংবাদিকদের বলেন,বর্তমানে কলেজছাত্রীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার অভিভাবক রাঙামাটি আসলে আগামীকাল ময়নাতদন্ত করা হবে। এর পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কবির হোসেন প্রতিবেদকে বলেন,। ধারনা করা হচ্ছে কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে । এই মুর্হুতে সঠিকভাবে বলতে পারছি না, তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
এদিকে পূর্ণিমা চাকমার কয়েজন বান্ধবীরা বলেন, পূর্ণিমা চাকমা প্রায়ই সময় বলেন নতুন বাসা পাল্টাবেন। তার বান্ধরীরা আরো বলেন, দীর্ঘদিন বাসার মালিকের কিছু সমস্যার কারণে পূর্ণিমা বাসা পাল্টানোর কথা বলেছিলেন। তবে কি কারণে গলায় ফাঁস দিয়েছে তার সঠিক কারণ কেউ জানাতে পারেনি কেউ।