রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে জ্যোতি তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। সোমবার বিকালে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ি নামক এলাকা হতে তাকে আটক করে মঙ্গলবার সকালে অস্ত্র আইনে রাঙামাটির আদালতে চালান দেওয়া হয়। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ওই এলাকার কুকিমারা ৪১ বিজিবির সিআইও ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আছিকুর রহমান শেখ’এর নেতৃত্বে পরিচালিত অভিযানে জ্যোতি তঞ্চঙ্গ্যাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গুলিসহ একটি পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিন সন্ধ্যায় তাকে অস্ত্রসহ কাপ্তাই থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ওসি নাসির উদ্দিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে কুকিমারা ক্যাম্পের বিজিবির পক্ষে অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিকে কাপ্তাই থানা পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার সকালে আসামিকে রাঙামাটির আদালতে চালান দেওয়া হয়েছে।