রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি কাপ্তাই উপজেলায় ইউপি নির্বাচনে প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুবৃক্তরা ।
শনিবার রাত ১২টার পর নিহতের বাসায় চন্দ্রঘোনা থানার চিৎমরম ইউনিয়নে আগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে । কাপ্তাই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হওয়ার ফলে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম নাথেয়াই মারমা (৫৬) চিৎমরম উইপিতে ১১ নভেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। থোয়াই মারমা ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, নেওথায়াই মার্মার বাড়ীতে একদল সশস্ত্র দুবৃক্তরা দরজা ভেঙ্গে ঢুকে গুলি চালিয়ে হত্যা করে, শনিবার তিনি নির্বাচনের ফরম জমা নিয়েছিলেন এতদিন নিরাপত্তার কারণে রেস্টহাউসে ছিলেন, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন,তাই এতদিন নিরাপত্তার কারণে রেস্টহাউজে ছিলেন মনোনয়নপত্র জমা দিয়ে চিৎমরম ইউনিয়নে নেতাকর্মীও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে তিনি জানায়।
এই ঘটনায় এলাকার চরম আতঙ্ক বিরাজ করছে। পাহাড়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ভ্রাতৃত্বঘাতি সংঘাত শুরু হওয়ায় আওয়ামীলীগ সমর্থিত ইউপি নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন।