রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই প্রেমে ব্যর্থ হয়ে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন এর কর্ণফূলী সরকারি কলেজের সামনে মোঃ মোজাম্মেল হক রিপন-(২৩) নামে এক যুবক নিজের শরীরে প্রেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিগা গ্রামের মোঃ আবুল কাশেম এর পুত্র হলেও তার এক ভাই চন্দ্রঘোনা ইউনুছিয়া সুন্নিয়া মাদ্রাসায় চাকরি করার সুবাধে সে মাঝে মাঝে চন্দ্রঘোনা থানাঘাট এলাকায় এসে তার ভাইয়ের বাসায় থাকতো।
স্হানীয় ও প্রত্যক্ষদশী সুত্রে জানা গেছে, কণফুলী সরকারী কলেজের এক মেয়ের সাথে বিগত ৫ বছর ধরে সম্পর্ক হয় এবং বর্তমানে মেয়েটা তার সাথে সম্পর্ক আর রাখতে চাই না । এই কারণে মুলত: মোজাম্মেল আত্নহত্যার মত ঘটনার চেষ্টা করে। কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, শনিবার (২০ মার্চ) সকাল ১১.৩০ টায় কর্নফুলি সরকারি কলেজ এলাকায় এই যুবক নিজের গাঁয়ে পেট্রোল দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ঘটনার পর স্হানীয়রা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তাউমিদুর রহমান জানান তার শরীরে ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় বেলা ১.৩০ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোজাম্মেল অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।##
চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি।