রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি- চট্টগ্রাম- ঢাকা রুটে নতুন যাত্রীবাহী এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
২৪ জুন বৃস্থপতিবার ২০২১ চট্টগ্রাম রাঙামাটি বাস মালিক সমিতির উদ্যোগে রিলাক্স নতুন এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
এ সময় রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, চট্টগ্রাম রাঙামাটি বাস মালিক সমিতি সভাপতি , সাধারণ সম্পাদক সহ বাস মালিকরা উপস্থিত ছিলেন। রাঙামাটি হতে কদমতলী ২৫০ টাকা জনপ্রতি এসি বাসের ভাড়া নিধারণ করা হয়েছে ।
করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন রাঙ্গামাটি জেলা শহর থেকে রাঙামাটি চট্টগ্রাম সড়কে বাস সার্ভিস দেয়া হবে। করোনা পরিস্থিতি ভালো হলে রাঙ্গামাটি ঢাকা ও ঢাকা রাঙ্গামাটি সড়কে সকালে এবং বিকালে চলাচল করবে।