রাঙামাটি প্রতিনিধি: “ নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গচবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে । ২৩-২৯ সপ্তাহব্যাপী “মৎস্য সপ্তাহে” গবাদি পশু বিতরণসহ নানা ধরনের কর্মসুচীর আয়োজন জেলা মৎস্য অধিদপ্তর রাঙামাটি । ২৩ জুলাই শনিবার রাঙামাটি জেলা পরিষদের পরিষদের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়।
রাঙামাটি মৎস্য অধিদপ্তর জেলা কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ প্রজেক্ট এর মাধ্যমে কাপ্তাই হ্রদে নানা ধরনের কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া মাইকিং ও ফেষ্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা কার্যক্রম.বর্তমান সরকারে মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে মৎস্য কর্মকর্তা বলেন। তিনি আরো জানায় সপ্তাহে ৩য়দিনে জেলার সকল অংশীদার সমন্বয়ে বর্ণাঢ্য র্যালী,পোনামাছ অবমুক্তকরণ,সুফলভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ মতবিনিময় সভা,সফল মৎস্যচাষীদের পুরুস্কার বিতরণ। এছাড়া সপ্তাহের অন্যান্য দিনে অবৈধ জাল নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট,জেলেদের আয়বর্ধক বিকল্প কর্মসংস্থানে উপকরণ বিতরণ ও মাঠ পর্যায়ে মাছ চাষীর পুকুর পানি পরিক্ষা ও পরামর্শ প্রদান করা হবে।
মৎস্য অধিদপ্তর প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন বলেন,তিন জেলায় ২৬টি উপজেলায় ১শ ১৮ কোটি টাকার প্রকল্প ২০২৪ সাল পর্যন্ত চলবে। তিন পার্বত্য জেলায় প্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যে ৬০ টনের মৎস্য পোনা হৃদে ছারা হয়েছে। ৬০৩২২ নিজস্ব উৎপাদিত পোনা ছাড়া হয়।
বিএফডিসির কমান্ডার তৌহিদ বলেন,ইতিমধ্যে আমরা উৎপাদন বৃদ্ধি করেছি,লংগদু অবৈধ বাধ নির্মাণ করায় আমরা খেটে দিয়েছি,১০২৯ টি ক্রিটের মাছের উৎপাদন করা হচ্ছে, ৬টি অভয় আশ্রম রয়েছে, হ্রদে বৃষ্ট্রি না হওয়ায় মাছের পোনা বড় হতে পারছে না, নিধারিত সময়ে আমরা মৎস্য আহরনের অবমুক্ত করতে পারছি না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে।## চৌধুরী হারুনুর রশীদ রাঙামাটি ২৩ জুলাই ২০২২