রাঙামাটি প্রতিনিধি: ২৬ জুলাই ২০২১ইং। রাঙামাটি জেনারেল হাসপাতালে ঠাই নেই ,পিসিআর ল্যাব টিকা কেন্দ্রে ভীড়,আউটডোরে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে । করোনা সংক্রমন রোগী বৃদ্ধি পাচ্ছে হাসপাতালে ।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর জানায়, হাসপাতালে করোনা সংক্রমন রোগী আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে । পাশাপাশি হাসপাতালের আউডডোরে রোগীর সংখ্যা বেশী। তিনি আরো বলেন, টিকাকেন্দ্র ও পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষায় ভীড় ।
রাঙামাটি শহরে লক ডাউনে ৪র্থ দিনে স্থাস্থ্যবিধি মানছে না কেউ। সিএনজিসহ সব ধরনের ছোট বড় যানবাহন ও প্রাইভেট গাড়ী চলাচল করতে দেখা গেছে । বাজার,রাস্তা –ঘাটে প্রচুর লোক চলাচল করছে । তবে বন্ধ রয়েছে দোকান পাট ও মার্কেট । জেলা শহরে আইন শৃংখলা বাহিনী কঠোর নজরদারী থাকলেও স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট ব্যতীত তেমন দেখা যায়নি। উপজেলা গুলোতে প্রশাসনের কঠোর অবস্থানে আছে ।
শনিবার ২৪ ঘন্টায় ১৯১ জন নমুনা পরীক্ষা করে ৬৪ জন পজেটিভ আসে। রাঙামাটি সদরে ৪১ জন । ৫ দিনে রাঙামাটি পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা ৫৭৩ জনের মধ্যে করোনা পজেটিভ ধরা পড়ে ১৮১ জন। রাঙামাটি মোট করোনা সংক্রমন আক্রান্ত ২৪১৬ জন সুস্থ হয়েছে ১৯১৪ জন । মোট করোনা রোগী পরীক্ষা ১৫ হাজার ৩০৪ জন নেগেটিভ ১২ হাজার ৮৮৮ জন। মৃত্যু ২১ জন।