রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যেগে ৬০ জন গ্রাম পুলিশকে পোশাকসহ ,সাইকেল বিতরণ করা হয়েছে । ৩ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় জেলাপ্রশাসনের কার্য্যলয়ে বই মেলার মঞ্চে আনুষ্ঠানিক ভাবে এসব পোষাক ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে ।
সহকারি কমিশনার ভুমি মাসুমা বেগম র উপস্থাপনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে আমিন ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো.আল মামুন মিঞা উপ-পরিচালক স্থানীয় সরকার । উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার।
বক্তব্য রাখেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গীরি চাকমা, কতুকছড়ি গ্রাম পুলিশ র মহল্লাধার নিলরঞ্জন চাকমা। উপস্থিত ছিলেন কতুকছড়ি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পদ্ধ কুমার চাকমা ,মগবান ইউপি চেয়ারম্যান পুস্পরঞ্জন চাকমা ও জীবতলীর ইউপি চেয়ারম্যান সুদক্ত চাকমা ।
এই সময় ৬০ জন গ্রাম পুলিশের হাতে পোষাক ,সরঞ্জাম ও সাইকেল প্রদান করা হয় ।