নিজস্ব প্রতিনিধি: রাঙামাটিতে সেরা তিনজন পুলিশ কর্মকর্তারা মনোনীত হলেন তাপস রঞ্জন ঘোষ; ওসি নাসির ও পরিদর্শক আফজল জেলায় কর্মরত সদস্যদের নিয়ে মাসিক অপরাধ বিষয়ে সভা সুত্রে জানা গেছে ।
বুধবার আগষ্ট করোনাকালীন চলতি সময়ে স্বাস্থ্যবিধি মেনে জেলার উর্ধ্বতন অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জদের সাথে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। অপরাধ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান মামলা সমূহের তদারকি, করোনা ভাইরাসের প্রকোপ বিস্তার রোধে লকডাউন কার্যকর ও জনসচেতনতামূলক কর্মসূচি, জনসচেতনতার উদ্দেশ্য জনসাধরণের মাঝে মাস্ক বিতরণ ও প্রচারণা অব্যাহত রাখা, ইভটিজিং, নারী ও শিশু নিযার্তন, যৌতুক, বাল্য বিবাহ প্রভৃতির বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করা হয়। সভায় জুলাই/২০২১ খ্রি. মাসে অভিন্ন মানদন্ডের আলোকে সেরা অফিসার নির্বাচন করা হয়..
জেলার সেরা সার্কেল অফিসার হিসেবে মনোনীত হন তাপস রঞ্জন ঘোষ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাঙামাটি। সেরা অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হন নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, কাপ্তাই থানা, রাঙামাটি। সেরা পুলিশ পরিদর্শক মনোনীত হন আফজল হোসেন, পুলিশ পরিদর্শক, কোতয়ালী থানা, রাঙামাটি। সেরা এসআই মনোনীত হন এসআই/(নিঃ) আসাদুর রহমান ,বাঘাইছড়ি থানা, রাঙামাটি। সেরা এএসআই মনোনীত হন এএসআই (নিঃ)/নূর মোহাম্মদ, কোতয়ালী থানা, রাঙামাটি।
সভায় জুলাই/২০২১ ইং মাসে অভিন্ন মানদন্ডের আলোকে বাঘাইছড়ি থানা ১ম, চন্দ্রঘোনা থানা ২য় ও কাপ্তাই থানাকে ৩য় স্থান হিসেবে নির্বাচিত করা হয়। রাঙামাটি জেলায় ১১ টি থানা ১০ উপজেলার মানদন্ডের আলোকে মানোনীত করা হয় পুলিশ সুপার কার্য্যলয় সুত্রে জানা গেছে।