নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে এ্যাডভোকেট মোত্তার আহম্মেদ সাধারণ সম্পাদক এ্যাড রাজীব চাকমা নির্বাচিত হয়েছে। এবারে ৮জন নতুন ভোটার সহ ৭৮জন এবার তাদের ভোট প্রয়োগ করেছে।
রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতি নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রতিদন্ধি প্রার্থীর মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ মনোনীত সভাপতি এ্যাডভোকেট কল্যাণ মিত্র ভোট পড়েছে ২২ ভোট ও নির্বাচিত এ্যাড. মোক্তার আহমেদ ভোট পড়েছে ৪২ ভোট , বঙ্গবন্ধুর আওয়ামী আইনজীবি পরিষদ নির্বাচিত এ্যাডভোকেট রাজীব চাকমা ৩৫ ভোট ও বিএনপি নেতা এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন পেয়েছেন ২৭ ভোট।
এবারের নির্বাচনে সহসভাপতি পদে এডভোকেট সাইফুল ইসলাম পনির, এডভোকেট সুস্মিতা চাকমা, সহ সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ আবছার আলী , কোষাধ্যক্ষ পদে এডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মিলন চাকমা , পাঠাগার সম্পাদক পদে এডভোকেট প্রজ্জ্বল চাকমা, সদস্য পদে এডভোকেট শফিউল আলম মিয়া, এডভোকেট মোঃ মামুন ভূঁইয়া, এডভোকেট বিবরণ চাকমা, এডভোকেট কামাল হোসেন সুজন ও এডভোকেট রাশেদ ইকবাল বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছে।
রাঙামাটি আইনজীবি সমিতি নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদন্ধীতায় নামলেও শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধীতা হচ্ছে। প্রার্থীতা প্রত্যাহার করায় ১১ টি পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছে।