নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি জেলা প্রশাসক প্রদক্ত উওরাধিকার সনদপত্র প্রদান করা হচ্ছে । ০২ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসক মো:মিজানুর রহমান উম্ভাবক করেন।
রাঙামাটি পার্বত্যজেলার বাসিন্দাদের বৈধ উক্তরাধিকারী হিসাবে প্রতিষ্ঠার প্রয়োজনীয় সনদপত্র হচ্ছে । এই সনদপত্রটি গ্রহনের জন্য দুর্গম পার্বত্যঞ্চলের মানুষকে জেলা সদরে এসে আবেদন সনদপত্র গ্রহন করতে হতো। রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের ঘরে বসে এই সেবাটি পাওয়ার সুবিধার্থে জেলা প্রশাসনের ইনোভেশন কার্যক্রমের আওতায় উক্ত সনদপ্রদানে অনলাইনে চালু করা হয়েছে ।রাঙামাটি পার্বত্য জেলার ওয়েব পোর্টালের আভ্যন্তরীন ই-সেবা কর্ণারে এই সংক্রান্ত সেবার লিংক সংযোজন করা হয়েছে।