রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলা লিগ্যাল এইড উদ্যোগে “জাতীয় আইনগত সহায়তা দিবস” বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে।
২৭ এপ্রিল বৃহস্পতিবার আদালতের বিচারক,কর্মকর্তা,কর্মচারী,বিজ্ঞ আইনজীবি,জেলা প্রশাসন,জেলা কারাগার,তথ্য অফিস,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য রালী শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
জেলা ও দায়রা জজ মো.নুরুল ইসলামের সভাপতিত্বে মো.জুনাইদ (সহকারী জজ) উপস্থাপনায় বক্তব্য রাখেন-নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল বিচারক এ,ই,এম.ইসলাম,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফারুক বিশেষ অতিথি ছিলেন ,জেলা পরিষদের মনোনীত চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,পিপি রফিকুল ইসলাম,আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখতার আহম্মেদ এবংনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এসময় বক্তব্য রাখেন ।
মো.জুনাইদ (সহকারী জজ) বলেন, বিগত ৯/১২/২০২১ইং হতে লিগ্যাল এইড অফিসার হিসাবে দায়িত্ব পালন করে আসছে। তিনি বলেন,গরীব, অসহায় ও বিভিন্ন কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ মানুষকে আইনগত সহায়তা ও পরামর্শ প্রদান করে আসছে। এবং আপোষযোগ্য সকল প্রকার মামলাগুলো আপোষ-মীমাংসা করার কার্যকর উদ্যোগ গ্রহন ।
বক্তব্য আরো বলেন,রাঙামাটি পার্বত্য জেলার ভুমি বিরোধের বিশেষ বৈশিষ্ট্য বিবেচনা পরিস্থিতি অনুধাবন কওে,পক্ষগণের কাছে বেশীর ভাগ সময় রেজিষ্টার্ড দলিল না থাকায় আর্থিক ও দখল-বেদখল নিয়ে দেওয়ানী বিরোধ আপোষ- মীমাংসার জন্য আইনগত সহায়তা প্রদান( আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিস্পক্তি) বিধিমালা ২০১৫ এর ০৫ বিধি মোতাবেক নালিশী জমি পরিদর্শন পুর্বক মীমাংসা সভা করা হয়।এতে নালিশী জমির দখল নিয়ে পক্ষগণের মিথ্যা দাবী করা প্রায় বন্ধ হয়েছে।এবং দীর্ঘ দিনের জটিল ভুমি সমস্যা তৎক্ষণিকভাবে আপোষে মীমাংসা হয়ে আসছে ।
২০১৫ সালের বিধিমালায় জেলা লিগ্যাল এইড অফিসারদের যে কোন স্থানে মীমাংসা সভা করার ক্ষমতা দেওয়া থাকলেও রাঙামাটিতে এটির প্রথম বাস্তবায়ন শুরু করেন। রাঙামাটি সদর,লংগদু,কাউখালী,রাজস্থলী ও কাপ্তাই উপজেলা সমুহে এবং সংশ্লিষ্ট ইউনিয়নে নালিশী জমি পরিদর্শন পুর্বক মীমাংসা সভা করে লিগ্যাল এইড সেবা পৌছে গেছে।