নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বর্তমান পরিষদের প্রথম নিয়োগ পরীক্ষা বাংলাদেশ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ ডিসেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বাংলাদেশ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদে ৭ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী আবেদনপত্র জমা দিয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার ৫ টি পদে ৮৭ জন পদের বিপরীতে ৬ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এছাড়া ৪ টি পদে ১০৪ জন বিপরীতে ১৪০৮ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
দীর্ঘ জটিলতার পর এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে অনেকেই । দুর্গম এলাকা থেকে একদিন আগে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন আত্বীয় স্বজনের বাসা বাড়ীতে এবং হোটেলে উঠেছে অনেকেই ।
পরিবার পরিকল্পনা সহকারীর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী লিংকন মজুমদার জানান, পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নও সহজ হয়েছে। অনেক পরীক্ষার্থী তাই প্রতিযোগিতায় যদি টিকে থাকতে পারি তাহলে আমার বৃদ্ধ বাবা মাকে দু মুটো অন্ন তুলে দিতে পারবো। আর নিজের জীবনের বেকারত্বও ঘুচবে।
অফিস সহায়ক পদে ১১ টি পদ আছে এই নিয়োগ পরীক্ষায়। এক পরীক্ষার্থী নাম প্রকাশে অনিচ্ছুক জানায়। এবারের প্রশ্ন খুবই সহজ হয়েছে। পরীক্ষাও ভালো দিয়েছি। স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব বিস্তার না হলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা হবে বলে আশা করছি ।
রাঙামাটি পরিবার পরিকল্পনা সহকারী ৪ টি পদের বিপরীতে পরিক্ষায় অংশ গ্রহণ করে ১২৫৭ জন। পরিবার পরিকল্পনা পরিদর্শক (পুরুষ) ১১ টি দের জন্য ৪২০ জন, অফিস সহঃ কাম-কম্পিউটার অপারেটর ২ পদে ১১৪ জন, পরিবার কল্যাণ সহকারী (মহিলা) ৫৯ জনের ১ হাজার ৮৫২ জন এবং অফিস সহায়ক ১১ পদের অনুকুলে ২ হাজার ৫১৬ জন শুক্রবার ১০ ডিসেম্বর পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এছাড়া আগামী ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত আয়া (মহিলা) ৭ টি পদের অনুকুলে ৪৯৯ জন, নিরাপত্তা প্রহরী ৭ টি পদের অনুকুলে ৭৮৯ জন, নৈশ প্রহরী ২ টি পদে ১০০ জন, পরিচ্ছন্নতা কর্মী ১ টি পদে অনুকুলে ২০ জন মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী প্রতিবেদকে বলেন, শুক্রবার রাঙামাটির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিয়োগ পরীক্ষা শতভাগ সুষ্ট হয়েছে। এই নিয়োগ পরীক্ষা হবে স্বচ্ছতা জবাবদিহিতা । তিনি বলেন, সম্প্রতি জটিলতার কারণে আমরা পরীক্ষার আগের দিন পরীক্ষা স্থগিত করেছি। রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।