নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি পাবলিক হেলথ এলাকায় প্রাণনাশের হুমকি,চাদা দাবী ও মিথ্যা মামলায় হয়রানীর প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সংবাদ সম্মেলন।
১৬ জুলাই, শুক্রবার ২০২১ ইং কাঠালতলী বেসরকারী টেলিভিশন ৭১ অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেকান্দর আলী তালুকদার পরিবার ও পার্শ্ববর্তীরা ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেকান্দর আলী তালুকদার কন্যা। পাবলিক হেলথ এলাকার কামরুল (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্পীড বোর্ড চালক)বাচ্ছু মিঞা ,আলী,আসমা আক্তার সোমা গং প্রতিনিয়ত হুমকি রাজনীতির ছত্র ছায়ায় ক্ষমতার অপব্যবহার নিজ বাড়ী ঘর থেকে উচ্ছেদ করতে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সেকান্দর,নুরুন নাহার,রেহেনা বেগম,কান্তা বেগম চৌধুরী ও রোজিনা বেগম।
আমরা আইনের প্রতিশ্রদ্ধশীল হয়ে সুবিচার চেয়ে জেলা প্রশাসক, মেয়র রাঙামাটি পৌরসভা ও কোথয়ালী থানায় ২৭/৫/২০২১ ইং লিখিত অভিযোগ জানাই। পরে ২/৬/২০২১ইং জেলা প্রশাসক ও ৭/৬/২০২১ ইং জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ফৌজদারী মামলা দায়ের করি।পরবর্তীতে ২৯/৬/২০২১ইং সদর জোন কমান্ডার ও ১৪/৭/২০২১ইং ডিজিএফআই অধিনায়ক, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক পুলিশ সুপার রাঙামাটি বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেছি।
আমার বাড়ী নিমার্ণ সামগ্রী পাড়ায় রাস্তায় পড়ে আছে । চাদা না দিলে কাজ করতে দিবে না বলে হুমকি দেয়। বর্তমানে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ১০/১২জন লোক বাড়ীতে হুমকি দিয়ে আসছে । আমাকে যারা আশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী যারাসাক্ষী দিচ্ছে তাদের স্ব পরিবারে প্রাণ নাশের হুমকি দিচ্ছে । পাবলিক হেলথ এলাকার বাচ্ছু মিঞা প্রভাব খাটিয়ে অপ্রাপ্ত বয়সের কিশোরীকে বিয়ে করে বেপোরোয়া হয়ে উঠেছে।
উল্লেখ্য যে,স্থানীয় জনপ্রতিনিধি অলিখিত ষ্টামে আপোষের নামে স্বাক্ষর নিয়ে ষ্টামগুলি নিয়ে চলে যায় ।