নিজস্ব প্রতিনিধি: রাঙামাটি মারী স্টেডিয়ামে “বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল লীগ”র সমাপনী পুরুস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ।
৫ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি অংসুই প্রু চৌধুরী চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ ,পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাহমুদা বেগম , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ ,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে ,কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক শফিউল আজমসহ অন্যন্যা কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
“বঙ্গবন্ধু ২য় বিভাগ ফুটবল লীগ”র সমাপনী খেলায় উয়থ স্পোষ্টিং ক্লাব ৩-১ গোলে সৃষ্ট্রি ক্লাবকে পরাজিত করে । সেরা গোলদাতা সৃষ্ট্রি স্পোষ্টিং ক্লাবের রাফা ইসলাম ও সেরা খেলোয়াড় হিসাবে ইয়থ স্পোষ্টিং ক্লাবের সুকৃক্তি চাকমা পুরুস্কার প্রদান করা হয় ।
প্রতিদিন খেলায় প্রচুর দর্শক থাকলেও বৈরী আবহাওয়ার কারণে গ্যালারীতে দর্শকের উপস্থিতি কম দেখা গেছে ।