চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি: রাঙামাটি জেলার লংগদুর উপজেলা আওয়ামী লীগ সর্বস্তরে কোন্দল নিরসনে সংবাদ সম্মেলন । ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লংগদু উপজেলা আওয়ামীমীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:শহিদুল ইসলাম কামাল।
লিখিত বক্তব্য শহিদুল ইসালাম(কামাল)বলেন,লংগদু উপজেলার আওয়ামীলীগের নিবেদিত ও ত্যাগী নেতারা অসহায় এবং কোনঠাসা হয়ে দলের নবাগত হাইব্রিড নেতাদের কার্যক্রমে বিব্রত । ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর লংগদু উপজেলা নির্বাচনে বিএনপির একাধিক প্রাথী। বিএনপির মুল প্রার্থী মো:তোফাজ্জল হোসেনন ও বিদ্রোহী প্রার্থী বিএনপির সাবেক উপজেলা সভাপতি হাজী ফয়জুল আজীম। বিএনপির বিদ্রোহ প্রার্থী পরাজয় করার পর বিএনপির কয়েকহাজার কর্মী আওয়ামীলীগে যোগদান করেছিলেন। এদের পর্যবেক্ষন,গতিবিধি অনুসরন না করে আওয়ামীলীগে সংগঠনিক যাচাই বাছাই না করে লংগদু আ:লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগসহ সাতটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে বাবুল দাশ এর নেতৃত্বে বিএনপি বলয়ের লোকজন বিভিন্ন কমিটিতে অনুপ্রবেশ সুযোগ করে দেন।
এমন কি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৩১ কিংবা ৪১ সদস্য বিশিষ্ট ২০/৩০ জন বিএনপি থেকে আগত লোকদের নিয়ে কমিটি গঠন করে দেন। যা র্লংগদু উপজেলা আওয়ামীলীগের ৭টি ইউনিয়নে অশনি সংকেত। যা যে কোন মুহুর্তে সংগঠন ভাঙ্গনের কবলে পড়তে পারে। দলের ত্যাগী ও নিবেদিত কর্মীরা সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ও বিএনপি জামায়াত দ্ধারা নিয়ন্ত্রিত লোকজনের কাছে বোণঠাসা।
তিনি আরো বলেন,বর্তমান লংগদু উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাহাদত হোসেন শিপু,বিএনপি আমলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন,রিপন দাশ লংগদু উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন,মো:জিয়াউর রহমান ছাত্র শিবির কর্মী ছিলেন বর্তমানে ১নং আটারকছড়া ইউপির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।মো: বিল্লাল হোসেন ৬ নং মাইনীমুখ ইউপি আওয়ামীগের সাধারণ সম্পাদক সাবেক যুবদলের কর্মী ছিলেন। এসব হাইবিড নামধারী বিএনপি পন্থী লোকজন নিয়ে বাবুল দাশ বাবু সংগঠন পরিচালনার আড়ালে আওয়ামীলীগের ভাঙ্গণ ও ধ্বংসের পায়তারা করে চলেছেন । লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বলেন,আওয়ামীলীগে কোনো কোন্দল নাই, অতীতের যে কোনো সময়ের চেয়ে লংগদু আওয়ামীলীগ এখন আরো সংগঠিক। কয়েকজন নেতার সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদেরকের দলীয় পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। তারা যদি দলে ফিরতে চায় তাহলে গঠনতন্ত্রে সেই সুযোগ আছে। আওয়ামীলীগ নেতাদের উপর হামলা মামলা করে মিথ্যা বানোয়াট অভিযোগ করে দলে ফেরার সুযোগ নাই।
সংবাদ সম্মেলনে লংগদু মহিলা আওয়ামীগের সদস্য ফাতেমা জান্নাত,নুরুল ইসলাম,জামসেদ আলী,নাসিম ,ওমর আলী,ছরওয়ার আলী,ফজলুর রহমান,মসিুদ রানা,ও ছাত্রলীগের সভাপতি রাশেদ খান রাজু প্রমুখ।